Home বিশ্বজুড়ে পদত্যাগ করতে পারেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস

পদত্যাগ করতে পারেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস

0
পদত্যাগ করতে পারেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস

নিউজ মেট্রো ডেস্ক :
জটিল শারীরিক অবস্থার কারণে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস পদত্যাগ করতে পারেন। পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল এর বরাত দিয়ে লন্ডন ভিত্তিক রোমান ক্যাথলিক গণমাধ্যম এমন আভাস দিয়েছে।
৮৮ বছর বয়সি ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যাথলিক হেরাল্ডের এক প্রতিবেদন মতে, ইতালীয় রেডিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি পোপ পদত্যাগ করবেন কিনা তা নিয়ে আলোচনা করেন তিনি। কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি বলেন, ‘আমি মনে করি তিনি পদত্যাগ করতে পারেন কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি তার পছন্দগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বেশ আন্তরিক।’
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকান এক বিবৃততে জানায়, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরও জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’ আর তার শরীরে জ্বর নেই। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।
২০১৩ সালে আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন পোপ ফ্রান্সিসের পূর্বসূরী পোপ ষোড়শ বেনেডিক্ট। যা ১২৯৪ সালের পর কোনো পোপের পদত্যাগের প্রথম কোনো ঘটনা। সেই সময়ে পোপ ষোড়শ বেনেডিক্ট স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here