করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ সব ধরণের নির্বাচন স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (১এপ্রিল) নির্বাচনভবনেকমিশনেরবৈঠকেএসিদ্ধান্তনেয়াহয়।বৈঠকশেষেসাংবাদিকদেরএসবতথ্যজানানসিইসি মো. নুরুল হুদা।
তিনি বলেন, তিনিবলেন, ৩১মার্চেরপরআপাততআরনির্বাচনহবেনা।করোনারকারণেএটাইসিরনীতিগতসিদ্ধান্ত।
বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার সাংবাদিকদের বলেন, ‘আগামী১১এপ্রিল৩৭১ইউনিয়নপরিষদনির্বাচনস্থগিতকরাহয়েছে।এছাড়াও৬ষ্ঠধাপে১১পৌরসভারনির্বাচন, চিলমারীউপজেলাপরিষদেরভাইসচেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জউপজেলাপরিষদেরমহিলাভাইসচেয়ারম্যানেরশূন্যপদেউপনির্বাচনএবংসুনামগঞ্জজেলাপরিষদের১১নংওয়ার্ডেরশূন্যপদেনির্বাচনওস্থগিতকরাহয়েছে।পরবর্তীনির্দেশনাদেয়াপর্যন্তএসবনির্বাচনস্থগিতথাকবে।তবেলক্ষ্মীপুর–২আসনেরউপনির্বাচনঅনুষ্ঠানেরজন্যসংবিধানের১২৩(৪) অনুযায়ীদ্রুতপ্রজ্ঞাপনজারিকরাহবে।তবেসিলেট–৩আসনেরউপনির্বাচনেরবিষয়েপরবর্তীতেজানানোহবে।’