Home Blog Page 34

২৪মে খুলছে সব বিশ্ববিদ্যালয়

২৪মে খুলছে সব বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক :
দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪মে থেকে ক্লাসে পাঠদান শুরু হচ্ছে। এর আগে ১৭মে খুলে দেয়া হবে আবাসিক হল। ক্লাসে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া ব্যবস্থা করা হবে। আজ বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৪ মে শুরু হবে। এর এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে। শ্রেণিকক্ষে পাঠদান ও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর সব পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।২৪ মের আগে বিশ্ববিদ্যালয়গুলোয় কোনো পরীক্ষা হবে না। এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হবে। করোনার কারণে বয়স অতিক্রম হয়ে যাওয়া কোনো পরীক্ষার্থী যেন এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত না হন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়ার আগে করোনাভাইরাসে টিকা নিতে হবে শিক্ষার্থীদের। আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রী।

বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দর অনেক এগিয়েছে : তরফদার রুহুল আমিন

0
বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দর অনেক এগিয়েছে : তরফদার রুহুল আমিন
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছেন সাইফপাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেছেন, বিশ্ব র‌্যাংকিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান কয়েক বছর পূর্বেও যেখানে ১০০ তম স্থানের কাছাকাছি ছিলো সেটি এখন অনেক অগ্রসর হয়ে বর্তমানে ৫৮-তে উন্নীত হয়েছে। চট্টগ্রাম বন্দরকে এখানকার সাংবাদিকরা যেভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন তা সত্যিই অনবদ্য। চট্টগ্রাম বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ২০০৭ সাল থেকে সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দরের টার্মিনাল হ্যান্ডলিং অপারেটরের দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশের বেশি কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এক্ষেত্রে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম।

সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি

সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি
নিহত সাংবাদিক মুজাক্কির
নোয়াখালিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কতিপয় বেপরোয়া ও উচ্ছৃংখল রাজনৈতিক নেতাকর্মীদের সহিংস কর্মকান্ডের কারণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ ক্রমশ অনিরাপদ হয়ে পড়েছে। সাংবাদিক মুজাক্কিরের গুলিবিদ্ধ হয়ে মারা যাবার ঘটনা তারই একটি দৃষ্টান্ত।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন জাহাঙ্গীর হত্যাকান্ডের তিন দিন অতিবাহিত হবার পরও খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় পুলিশ প্রশাসনের ভ‚মিকাও এখন প্রশ্নবিদ্ধ। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে খুনিদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান নেতৃবৃন্দ।
-প্রেস বিজ্ঞপ্তি

শাহ আমানতে স্বর্ণের চালান আটক

শাহ আমানতে স্বর্ণের চালান আটক
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবু ধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস। সোমবার সকালে এসব স্বর্ণ আটক করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটটি আবু ধাবি থেকে সকাল ১০টা ১৩ মিনিটের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার লোকজন বিমানটিতে অভিযান চালিয়ে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করে।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার জানান, ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি ৪০০স্বর্ণের বার পাওয়া যায়।

ভারত থেকে ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে আজ

ভারত থেকে  ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে আজ
নিউজ মেট্রো প্রতিনিধি :
ভারত থেকে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ সোমবার বাংলাদেশে আসবে। ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিনবাসী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার কথা  রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র।
গত ২৫ জুলাই সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালানে ভারত থেকে ৫০ লাখ ডোজ  এসেছিল। এর আগে উপহার হিসাবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন এসেছিল ২০ জানুয়ারি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ভ্যাকসিনের দ্বিতীয় চালানবাহী ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুম্বাই থেকে রওয়ানা দেবে। রাত ১১টা ১০ মিনিটে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।
দেশে সেরাম ইনস্টিটিউটের সোল এজেন্ট বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসবে বলে এর আগে জানিয়েছিলেন।
বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে গত ৫ নভেম্বর তিন কোটি ভ্যাকসিন কেনার চুক্তি হয়। পর্যায়ক্রমে এসব ভ্যাকসিন বেক্সিমকো ফার্মার মাধ্যমে দেশে আসবে।

হাজারো রহস্যেঘেরা ‘কামচাটকা’

হাজারো রহস্যেঘেরা ‘কামচাটকা’

বরফে মোড়া আগ্নেয়গিরির উপত্যকা। আর সেখানেই লুকিয়ে হাজারো রহস্য। রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এ রকমই এক রহস্যের আধার। সেখানে রহস্য এবং জীববৈচিত্র একে অপরকে পাল্লা দেয়।
হিমশীতল এই প্রান্তের একটি ছোট উপত্যকায় রহস্য ছড়িয়ে আছে পরতে পরতে। সেখানে জীবজন্তু প্রবেশ করে। কিন্তু আর বাইরে বার হতে পারে না। গ্রীষ্মে যখন বরফ গলতে শুরু করে, এই উপত্যকায় ঢোকে খরগোস, পাখি-সহ বিভিন্ন জীবজন্তু।
তাদের মধ্যে বেশির ভাগই তৎক্ষণাৎ সেখানে মারা যায়। নেকড়ের মতো শিকারি ঝাড়ুদার পশুরা সেখানে সহজেই খাবার পেয়ে যায়। শিয়াল, ঈগল থেকে শুরু করে ভল্লুকের মতো বড় প্রাণীও ১.২ মাইল লম্বা মৃত্যুফাঁদে পা দিয়েছে।
কী ভাবে মৃত্যু হয় প্রাণীগুলির? তীব্র ঠান্ডায় তাদের নিথর দেহগুলি অবিকৃত থাকে। বাইরে থেকে কোনও অসুখ এবং আঘাতের চিহ্নও দেখা যায় না। তবে তাদের মৃত্যুর জন্য কে দায়ী?


রাশিয়ার ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি-র আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ভ্লাদিমির লিয়োনোভের ধারণা, প্রাণীগুলির মৃত্যুরহস্যের কারণ হল আগ্নেয়গিরি। এই মত তিনি প্রচার করেছিলেন ১৯৭৫ সালে। সে বছরই তিনি এই উপত্যকার অস্তিত্ব আবিষ্কার করেন।
জনশ্রুতি, এই উপত্যকা থেকে মৃত জীবজন্তুর দেহ নিয়মিত ভাবে সরিয়ে নেওয়া হয়। কে করে সেই কাজ? সে তথ্য আজও অন্ধকারে। সাতের দশকের মাঝে লিয়োনোভের ছাত্র এবং গবেষণায় সহকারী ভিক্টর দেরিয়াজিন দাবি করেন, রুশ সেনাবাহিনী এই উপত্যকার অস্তিত্ব জানতে পেরেই সক্রিয় হয়ে ওঠে। হেলিকপ্টার পাঠিয়ে উপত্যকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
কামচাটকা উপদ্বীপের জনস‌ংখ্যা সাড়ে ৩ লাখেরও কম। এখানে বেশির ভাগ আগ্নেয়গিরিই অতি সক্রিয়। বরফে ঢাকা আগ্নোগিরির এই উপত্যকাকে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ এর তকমা দিয়েছে। অনুমতি সাপেক্ষে এর বহু অংশেই যাওয়া যায়। উৎসাহী, গবেষক এবং পর্যটকরা যানও এই উপদ্বীপে।
তবে উপত্যকার ‘ভ্যালি অব ডেথ’ অংশে সাধারণের প্রবেশ কার্যত নিষিদ্ধ। গেজারনায়া নদীর কাছে এই অংশে আছে বিপজ্জনক তুষারখাঁড়ি। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে হিমশীতল প্রাণীর দেহ।


সোভিয়েত আমলে এই মৃত্যু উপত্যকার খবর দেওয়া হয়েছিল রুশ সরকারকে। ভূবিজ্ঞানীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পাঠানো হয়েছিল হেলিকপ্টার। ময়নাতদন্ত করা হয়েছিল মৃত প্রাণীদের। তাদের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এই উপত্যকায় পা রাখলেই নাকি মাথা ঝিমঝিম করে। ঘুম পায়। এমনকি, মাথাব্যথাও করে। এমন অভিজ্ঞতা হয়েছে বহু বিজ্ঞানী এবং গবেষকেরই। কিন্তু এখনও অবধি কোনও মানুষের মৃত্যু সেখানে হয়নি।
বিজ্ঞানীদের ধারণা, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইডের মতো গ্যাসের কারণেই জীবজন্তুরা মারা গিয়েছে। যে পরিমাণ গ্যাস এই উপদ্বীপে আছে, তার থেকে বেশি থাকলে মানুষের মৃত্যুও হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।
মৃত্যুর কারণ হিসেবে কার্বন ডাই অক্সাইডের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। মৃত্যু উপত্যকার বাতাসে এই মারণগ্যাসের উপস্থিতি এতটাই বেশি যে, জীবজন্তুরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেদের অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে তাদের দেহে কোনও আঘাতের চিহ্নই থাকে না।
রাশিয়ার মৃত্যু উপত্যকা আবিষ্কার হওয়ার পরে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জল্পনা কল্পনা। লিয়োনোভ যখন এই উপত্যকা আবিষ্কার করেছিলেন, তখন তিনি বলেছিলেন এখানে যারা আসে, তারা সকলেই আতঙ্কিত হয়ে থাকে।

পাশাপাশি, তিনি এও চেয়েছিলেন উপত্যকা ঘিরে রহস্য দ্রুত দূর হয়ে প্রকাশিত হোক বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাঁর আশা এখনও সম্পূর্ণ হয়নি। প্রত্যন্ত এবং ভয়ঙ্কর এই উপত্যকা ঘিরে বিজ্ঞানীদের গবেষণা চলছে। ভবিষ্যতেও এই উপত্যকা আরও অনেক গবেষণার আকর হয়ে উঠবে বলে আশা বিজ্ঞানীদের।

সূত্র : আনন্দবাজার

ইডিইউতে ভাষা শহীদদের স্মরণ

ইডিইউতে ভাষা শহীদদের স্মরণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ ও সম্মান জানাতে আজ রবিবার ২১ ফেব্রুয়ারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের। ভোরে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের নেতৃত্বে প্রভাতফেরীর মধ্যদিয়ে ইডিইউ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, একটি জাতির পরিচিতি তার ভাষায়। বিশ্বের বুকে প্রতিটি জাতি নিজের ভাষা-সংস্কৃতির মাধ্যমেই স্বকীয় স্থান তৈরি করে নেয়। বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি না দেয়া মূলত বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে দিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ঘৃণ্য চক্রান্ত। কিন্তু হাজার বছরের ঐতিহ্যে গড়ে ওঠা বাঙালি জাতি এর প্রতিবাদে বাংলার মাটি প্রকম্পিত করে। বাঙালি জাতিসত্তার অনন্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরে একুশে ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ভাষা আন্দোলন বিচ্ছিন্ন কোন ঘটনা ছিলো না। বাঙালির দীর্ঘ স্বাধীকার আন্দোলনের সূত্রপাত ছিলো বায়ান্ন, যা একাত্তরের মুক্তিযুদ্ধের ভিত গড়ে দিয়েছিলো। ভাষার মর্যাদা রক্ষার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সালাম-বরকতেরা, আমাদেরও তা অনুসরণ করতে হবে।
রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এবং বক্তব্য রাখেন প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, অর্থনীতির সহকারী অধ্যাপক অনন্যা নন্দী প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি

সাংবাদিক মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও বিচার দাবি

সাংবাদিক মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও বিচার দাবি

নিউজ মেট্রো প্রতিনিধি :

নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাব, কোম্পানীগঞ্জ উপজলো ও চাটখিল উপজলোয় মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি প্রকাশ করে।

মানববন্ধনে বক্তারা খুনের সঙ্গে জড়িত সব আসামিকে চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেনো কেউ রাজনীতি করতে না পারে সে বিষয়েও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

সাংবাদকি নেতারা বলেন, আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক সমিতি কেন্দ্রীয় সদস্য আবু নাছের মঞ্জু, ফুয়াদ হোসেন, মাহবুবুর রহমানসহ সাংবাদিক নেতারা।

এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুুজাক্কিরের নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম মান্নান মুন্না, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল ও সেক্রেটারি গিয়াস উদ্দিন রনি।

মানববন্ধনে বক্তারা রাজনৈতিক সহিসংসতার বলি হওয়া এই তরুণ সংবাদকর্মীর নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে সমাবেশ করেছে চাটখিল উপজেলার সাংবাদিকরা।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট পূর্ববাজার এলাকায় দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে চিত্র ধারনের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির। গুরতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মুজাক্কিরের মৃত্যু হয়।

বিবিআরডিসির যাত্রা শুরু

বিবিআরডিসির যাত্রা শুরু

বাংলাদেশ বিজনেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল’র যাত্রা শুরু

ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত গবেষণা, ব্যবসায়িক পরিকল্পনা প্রনয়ণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির প্রত্যয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিজনেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল- বিবিআরডিসি। চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত কাউন্সিল সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রবিবার ( ২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় বিবিআরডিসি’র নতুন যাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের উদ্যোক্তা প্রিয় রঞ্জন দে ।

এতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার একাউন্টস অফিসার রক্তিম দেব, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এম আই চৌধুরী এন্ড কোং এর পরিচালক মীর মো: রাশেদুল হাসান মামুন, বিএসআরএম এর সিনিয়র এক্সিকিউটিভ মো: মনজুর হোসেন, টিকে গ্রæপের ইন্টারনাল অডিটর মো: ইমরান হোসেন । সভায় অনলাইনে থেকে অংশগ্রহন করেন বাংলাদেশ টি বোর্ড এর একাউন্টস অফিসার সাগর নন্দী ও অগ্রনী ব্যাংকের সিনিয়র অডিটর বিজয় পাল।সভায় বিবিআরডিসি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রিয় রঞ্জন দে তার বক্তব্যে বলেন, বিশ্বে ব্যবসা-বাণিজ্যে দ্রুত অগ্রগতি সাধিত হচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ব্যবসায়িক গবেষনা, নীতি প্রনয়ন ও ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি গুরুত্বপূর্ন। এই লক্ষ্যে বিবিআরডিসি ভবিষ্যতে অগ্রনী ভূমিকা রাখবে।

-প্রেস বিজ্ঞপ্তি